'নারীদের ভায়াগ্রা'
পুরুষদের যৌন জীবনের সমস্যা দূর করতে একাধিক ওষুধ থাকলেও নারীর যৌন সমস্যার সমাধানে এমন কোনো ওষুধ এখনো নেই। অবশ্য নেই বললেও ভুল হবে; বিজ্ঞানীরা এমন ওষুধ তৈরি করলেও যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেই ওষুধের অনুমোদন দিচ্ছে না বলেই অভিযোগ করে আসছেন দেশটির নারী অধিকার কর্মীরা। তবে এবার ‘নারীদের ভায়াগ্রা’ হিসেবে আখ্যায়িত ওষুধ অনুমোদনের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হতে পারে।
যে সব নারীরা কম যৌন আকাঙ্ক্ষার কারণে যৌন মিলনের পরিপূর্ণ তৃপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন তাঁদের জন্যই তৈরি করা হয়েছে এই ওষুধ। যুক্তরাষ্ট্রের স্প্রাউট ফার্মাসিউটিক্যালসের তৈরি ‘ফ্লিবানসেরিন’ নামের এই ওষুধকেই বলা হচ্ছে ‘নারীদের ভায়াগ্রা’।
মেনোপজ পূর্ব অবস্থায় থাকা নারীদের লক্ষ্য করে এই ওষুধ বানানো হয়েছে।
যৌন আকাঙ্ক্ষা বোধ করেন না এমন নারীরাও এই ওষুধে সন্তোষজনক যৌন জীবন পেতে পারেন। তবে, এই ওষুধ সেবনের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে পরামর্শপত্র নিতে হবে।
'Women's Viagra'
Although there are several drugs to eliminate the problems of men's sex life, there is still no such drug to solve the problems of women's sex life. Of course, it would be wrong to say no; Women's rights activists in the country have been complaining that scientists have developed such drugs, but the drug regulatory agency in the United States is not approving them. However, this problem can be solved by approving the medicine called as 'Women's Viagra'.
This drug is designed for women who are deprived of full sexual satisfaction due to low sexual desire. This medicine called 'Flibanserin' made by Sprout Pharmaceuticals in the United States is called 'Viagra for women'.
This drug is designed for pre-menopausal women.
Women who do not feel sexual desire can also get a satisfactory sex life with this medicine. However, before taking this medicine, you must take a doctor's advice.
Comments
Post a Comment