What to use to increase the pleasure of intercourse
Lubricant (lube) is used in the vagina and penis to make intercourse more comfortable. But not all lubricants are created equal. Many lubricants available in the market contain harsh chemicals, which are not suitable for the sensitive skin of the private parts. The skin of the genital area is so sensitive that it is better to consult a doctor before using a lubricant. Since some marketed lubricants can have unwanted side effects, many doctors recommend using natural lubricants.
Alyssa Dweck, an assistant professor at New York Medical College, said that chemical-free lubricants mean it's safer to use natural lubricants to reduce the risk of uncomfortable friction and infection during intercourse.
Doctors said that some lubricants available in the market also contain chemicals, which can damage the intimate space. If you want to use a commercial lubricant, avoid those ingredients listed on the lubricant packet - fragrances, parabens, glycerin and propylene glycol. Considering the risk of over-sensitive skin, hormonal imbalance and fungal infection, it is advised not to use lubricants containing these ingredients. Instead of these, you can use natural lubricants, which can safely increase the pleasure of intercourse. Here are five natural lubricants.
* Coconut oil: Dr. "Coconut oil is a popular natural lubricant that can be tolerated by sensitive genital skin," says Dweck. One reason for its popularity is its fragrance. It also tastes good, which makes it perfect for oral sex. Be sure to buy virgin or unrefined coconut oil. Refined coconut oil may contain additives, which can irritate the skin. Use a different lubricant if using a condom. Because coconut oil can reduce the effectiveness of condoms.
* Olive Oil: Another effective natural lubricant is olive oil. Buy virgin or extra virgin olive oil to avoid additives. Olive oil is safe to consume, so it can also be used for oral sex. Be careful using olive oil, as it can stain clothes. Like coconut oil, olive oil cannot be used with condoms. Because this can also render the condom ineffective.
* Aloe vera gel: Aloe vera gel is often used to treat sunburned skin. It gives a soothing sensation to the skin. Using it on the genitals can avoid the discomfort of friction between the vagina and the penis. You can grow aloe vera in a limited amount in the tub of your home, thinking about a happy sex life. For now, you can buy pure aloe vera gel from the pharmacy and use it. But read the packet carefully. Do not use if ingredients (eg alcohol) irritate sensitive skin.
* Avocado Oil: Like coconut oil and olive oil, avocado oil can also be used as a lubricant. There is no problem with this oil, so you can use it for oral sex as well. It also acts as a moisturizer. Don't use avocado oil with condoms either. Because this oil can also make condoms ineffective.
* Vitamin E Oil: Vitamin E oil can also be used as a lubricant. But be sure to use pure vitamin E oil. This oil should also not be used with condoms
Available Lubricant in Bangladesh
Lubricant gels are used as lubricants to make sexual intercourse easier and more pleasurable. It can be used without or with a condom. For use with condoms, it should be applied to the outside of the condom as a lubricant. In many cases condoms can also be used inside to facilitate application.
Lubricants for intercourse, especially for postmenopausal women, are used for vaginal dryness discomfort during intercourse, lubrication during gynecological examinations, gloves and instruments for catheterization.
Gleazy 1.3 gm + 1 gm/50 gm Gel
Square Pharmaceuticals Ltd.
Eazy Jelly 1.3 gm + 1 gm/50 gm
Renata Limited
X-Jelly 1.3 gm + 1 gm/50 gm
Eskayef Pharmaceuticals Ltd.
Bangla
সহবাসের সুখ বাড়াতে যা ব্যবহার করবেন
সহবাসে অধিক আরাম পেতে ভ্যাজাইনা ও পেনিসে লুব্রিকেন্ট (লুব) ব্যবহার করা হয়। কিন্তু সকল লুব্রিকেন্টই একই মানের নয়। বাজারেপ্রাপ্ত বেশ কিছু লুব্রিকেন্টে কড়া কেমিক্যাল থাকে, যা গোপনাঙ্গের সংবেদনশীল ত্বকের জন্য উপযুক্ত নয়। যৌনাঙ্গের ত্বক এতটাই সংবেদনশীল যে, লুব্রিকেন্ট ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেয়া ভালো। যেহেতু বাজারেপ্রাপ্ত কিছু লুব্রিকেন্ট অনাকাঙ্ক্ষিত পরিণতিতে ভোগাতে পারে, তাই অনেক চিকিৎসই প্রাকৃতিক লুব্রিকেন্ট ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
নিউ ইয়র্ক মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক আলিসা ডোয়েক বলেন, সহবাসের সময় অস্বস্তিকর ঘর্ষণ ও সংক্রমণের ঝুঁকি কমাতে কেমিক্যালবিহীন লুব্রিকেন্ট মানে প্রাকৃতিক লুব্রিকেন্ট ব্যবহারই বেশি নিরাপদ।
চিকিৎসকেরা জানান- বাজারেপ্রাপ্ত কিছু লুব্রিকেন্টে এমনও কেমিক্যাল থাকে, যা অন্তরঙ্গ স্থানের ক্ষতি করতে পারে। যদি বাণিজ্যিক লুব্রিকেন্ট ব্যবহার করতে চান, তাহলে লুব্রিকেন্টের প্যাকেটে এসব উপাদান লেখা থাকলে তা এড়িয়ে চলুন- ফ্রাগরানসেস, পারাবিনস, গ্লিসারিন ও প্রপাইলিন গ্লাইকোল। অতিরিক্ত সংবেদনশীল ত্বক, হরমোনের ভারসাম্যহীনতা ও ছত্রাক সংক্রমণের ঝুঁকি বিবেচনায় এসব উপাদানযুক্ত লুব্রিকেন্ট ব্যবহার না করতে পরামর্শ দেয়া হচ্ছে। এসবের পরিবর্তে প্রাকৃতিক লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন, যা নিরাপদে সহবাসের সুখ বাড়াতে পারে। এখানে পাঁচটি প্রাকৃতিক লুব্রিকেন্ট সম্পর্কে বলা হলো।
* নারকেল তেল: ডা. ডোয়েক বলেন, ‘নারকেল তেল একটি জনপ্রিয় প্রাকৃতিক লুব্রিকেন্ট, যেটাকে যৌনাঙ্গের সংবেদনশীল ত্বক সহ্য করতে পারে।’ এর জনপ্রিয়তার অন্যতম কারণ হলো সুঘ্রাণ। এর স্বাদও ভালো, যেকারণে ওরাল সেক্সের জন্যও উপযুক্ত। নিশ্চিত হতে হবে যে, ভার্জিন বা আনরিফাইন্ড নারকেল তেল কিনছেন। রিফাইন্ড নারকেল তেলে অ্যাডিটিভস থাকতে পারে, যা ত্বককে উক্ত্যক্ত করতে পারে। কনডম ব্যবহার করলে অন্যকোনো লুব্রিকেন্ট ব্যবহার করুন। কারণ নারকেল তেল কনডমের কার্যকারিতা কমাতে পারে।
* অ্যালোভেরা জেল: রোদে পোড়া ত্বকের চিকিৎসায় প্রায়ক্ষেত্রে অ্যালোভেরা জেল ব্যবহার করা হয়। এটি ত্বকে প্রশান্তিদায়ক অনুভূতি দেয়।এটা যৌনাঙ্গে ব্যবহার করলে ভ্যাজাইনা ও পেনিসের মধ্যকার ঘর্ষণের অস্বস্তি এড়ানো যাবে। সুখময় যৌনজীবনের কথা ভেবে বাসার টবে সীমিত পরিসরে অ্যালোভেরার চাষ করতে পারেন। আপাতত ফার্মেসি থেকে পিউর অ্যালোভেরা জেল কিনে ব্যবহার করতে পারেন। তবে প্যাকেটের লেখা ভালোভাবে পড়ুন। সংবেদনশীল ত্বককে উক্ত্যক্তকারী উপাদান (যেমন- অ্যালকোহল) থাকলে ব্যবহার করবেন না।
* অ্যাভোকাডো অয়েল: নারকেল তেল ও অলিভ অয়েলের মতো অ্যাভোকাডো অয়েলকেও লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা যাবে। এই তেল খেলেও সমস্যা নেই, তাই ওরাল সেক্সেও ব্যবহার করতে পারবেন। এটি ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে। অ্যাভোকাডো অয়েলকেও কনডমের সঙ্গে ব্যবহার করবেন না। কারণ এই তেলও কনডমকে অকার্যকর করতে পারে।
* ভিটামিন ই অয়েল: ভিটামিন ই অয়েলকেও লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা যাবে। তবে নিশ্চিত হতে হবে যে, পিউর ভিটামিন ই অয়েল ব্যবহার করছেন। এই তেলও কনডমের সঙ্গে ব্যবহার করা উচিত নয়
বাজারেপ্রাপ্ত
লুব্রিকেন্ট
লুব্রিকেন্ট জেল দৈহিক মিলনকে সহজতর এবং আনন্দময় করার জন্য পিচ্ছিলকারক হিসেবে ব্যবহার করা হয়। ইহা কনডম ছাড়া অথবা কনডম এর সাথেও ব্যবহার উপযোগী। কনডম এর সাথে ব্যবহারের ক্ষেত্রে ইহা পিচ্ছিলকারক হিসাবে কনডম এর বাহিরে প্রয়োগ করতে হয়। অনেক ক্ষেত্রে কনডম প্রয়োগ সহজতর করতে কনডম এর ভিতরেও ব্যবহার করা যেতে পারে।
যৌন মিলনের জন্য লুব্রিকেন্ট ,বিশেষত মেনোপজ পরবর্তী মহিলাদের জন্য যৌন লুব্রিকেন্ট, সহবাসের সময় যোনিপথের শুষ্কতার অস্বস্তি, স্ত্রীরোগ সংক্রান্ত পরীক্ষার সময় লুব্রিকেটিং, গ্লাভস এবং যন্ত্রগুলির জন্য ক্যাথেটারাইজেশনের জন্য ব্যবহার করা হয়
Gleazy 1.3 gm + 1 gm/50 gm Gel
Eazy Jelly 1.3 gm + 1 gm/50 gm
Renata Limited
X-Jelly 1.3 gm + 1 gm/50 gm
Eskayef Pharmaceuticals Ltd.
Comments
Post a Comment