Different types of condoms
Some people think that wearing a condom can not fully enjoy physical intercourse! No one can accept the presence of a 'third object' during sex! But safe intercourse is impossible without a condom. So its use is also essential. Not only as a contraceptive, but also to avoid the risk of infection, it is better not to have intercourse without a condom. The pleasure of sex life can be enjoyed enough even after wearing a condom. And that's why there are so many condoms in the market!
Did you know that using condoms increases women's sexual desire?
Dotted Condom: The presence of small dots all over the body of the condom increases the pleasure of sexual intercourse several times. According to experts, many people enjoy more pleasure using this type of condom, but if you use dotted condom regularly, women's vagina gets used to that special feeling. So not every day, this type of condom should be used occasionally for adequate feeling of pleasure. Apart from that, excessive use of this type of condom can also cause problems like irritation and itching in the vagina.
Ribbed Condoms: The narrow ridges along the body of the condom are very effective in increasing the pleasure of intercourse. There are two types of condoms. Some condoms only have narrow spots at the beginning, some have spots all over the body. Preferences vary from person to person. However, it is better not to use it regularly.
Thin or Ultra Thin Condoms: These types of condoms are in high demand among men. Many women also feel more comfortable using this type of condom. This type of condom is the most hygienic to use. There is no risk of vaginal irritation or infection!
Needs vary from person to person. So which type of condom a woman feels happier with is entirely her own opinion. It is better to say for men, in this case it is wise to understand the needs of the partner.
বিভিন্ন ধরনের কনডম
কেউ মনে করেন কন্ডোম পরলে শারীরিক মিলন সম্পূর্ণ উপভোগ করা যায় না! কেউ আবার যৌনতার সময় ‘তৃতীয় বস্তু’র উপস্থিতি মেনে নিতে পারেন না! তবে কন্ডোম ছাড়া সুরক্ষিত মিলন অসম্ভব। তাই এর ব্যবহারও আবশ্যিক। কেবল গর্ভনিরোধক হিসেবেই নয়, সংক্রমণের ঝুঁকি এড়াতেও কন্ডোম ছাড়া সঙ্গম না করাই শ্রেয়। কন্ডোম পরেও যৌনজীবনের সুখ যথেষ্ট উপভোগ করা যায়। আর সেই কারণেই বাজারে এত রকম কন্ডোমের বাহার!
কোন প্রকার কন্ডোম ব্যবহার করলে মহিলাদের যৌন চাহিদা বাড়ে তা জানা আছে কি?
ডটেড কন্ডোম: কন্ডোমের গা জুড়ে ছোট ছোট ডটের উপস্থিতি যৌনমিলনের সুখ কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে, এই প্রকার কন্ডোম ব্যবহার করে অনেকেই বেশি সুখ উপভোগ করেন বটে, তবে নিয়মিত ডটেড কন্ডোম ব্যবহার করলে মহিলাদের যোনি সেই বিশেষ অনুভূতির সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে। তাই রোজ নয়, পর্যাপ্ত সুখ অনুভূতির জন্য মাঝেমাঝে এই প্রকার কন্ডোম ব্যবহার করা উচিত। তা ছাড়া এই প্রকার কন্ডোমের অতিরিক্ত ব্যবহার যোনিতে জ্বালা, চুলকানির মতো সমস্যাও তৈরি করতে পারে।
রিব্ড কন্ডোম: কন্ডোমের গা জুড়ে সরু লম্বা লম্বা উঁচু দাগ মিলনের সুখ বাড়াতে বেশ কার্যকর। এই প্রকার কন্ডোমও দু’রকম। কোনও কোনও কন্ডোমের শুরুর দিকে কেবল সরু দাগ থাকে, কোনওটার সারা গা জুড়েই দাগ থাকে। ব্যক্তিভেদে পছন্দ ভিন্ন হয়। তবে এ ক্ষেত্রেও নিয়মিত ব্যবহার না করাই শ্রেয়।
থিন বা আলট্রা থিন কন্ডোম: পুরুষদের মধ্যে এই প্রকার কন্ডোম ব্যবহারের চাহিদা বেশি। অনেক মহিলাও এই প্রকার কন্ডোম ব্যবহার করতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। এই প্রকার কন্ডোম ব্যবহার করা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর। যোনিতে কোনও রকম জ্বালাভাব বা সংক্রমণের ঝুঁকি থাকে না!
ব্যক্তিভেদে চাহিদার বদল হয়। তাই কোন মহিলা কোন প্রকার কন্ডোমে বেশি সুখ অনুভব করবেন, সেটা একান্তই তার নিজস্ব মতামত। পুরুষদের জন্য বলে রাখা ভাল, এ ক্ষেত্রে সঙ্গীর চাহিদাটা বুঝে নেওয়াই বোধ হয় বুদ্ধিমানের কাজ হবে।
Comments
Post a Comment