বারবার যৌন সম্পর্কে কি যোনি প্রসারিত হয়? (What about repeated sex is stretching the vagina?) / Loose Vagina

What about repeated sex is stretching the vagina?


This allegation of only one man is not true. Among the myths or superstitions prevalent in the society about women's body for a long time, the issue of vaginal enlargement due to repeated sexual intercourse is noteworthy.

And only because of this common superstition, many women have to suffer in their married life.


Bangladesh Medical and Dental Council Vice Chairman Professor Dr. Roshan Ara Begum said that there is no scientific basis for this claim of vaginal enlargement with sexual intercourse.


He said that there is no relationship between the woman's vaginal enlargement and repeated sexual intercourse. However, even if sexual intercourse has no role in the enlargement of the vagina, the vagina can become enlarged due to some reasons, he said.


Like other elastic tissues in the body, the vagina stretches when needed and then returns to its original position.


During sexual intercourse, the muscles of the vagina relax and this makes intercourse pleasurable. And during, before and after intercourse, the vagina is temporarily more dilated.


Vaginal enlargement is not related to repeated intercourse, but it can be enlarged for different reasons.


Girls' vagina expands during pregnancy and vaginal delivery.


Another reason for vaginal enlargement is women's age.


Mostly women after 40 face this kind of problem.


Besides, hormonal reasons can also cause vaginal enlargement.


"Due to hormones called estrogen, progesterone and androgens, the pelvic wall of women is strong. If for some reason the effect of these hormones decreases, then the pelvic wall becomes weak and the vagina expands. 





বারবার যৌন সম্পর্কে কি যোনি প্রসারিত হয়?


এই অভিযোগ কেবল একজন পুরুষের- তেমনটাও ঠিক না। দীর্ঘ সময় ধরে নারীদের শরীর নিয়ে সমাজে যেসব মিথ বা কুসংস্কার প্রচলিত আছে, তার মধ্যে বারবার যৌন সম্পর্কে জড়ানোর কারণে যোনি প্রসারিত হবার বিষয়টি উল্লেখযোগ্য।
আর কেবল এই প্রচলিত কুসংস্কারের কারণেই দাম্পত্য জীবনে ভুক্তভোগী হতে হয় অনেক নারীকে।

যৌন সম্পর্কের সঙ্গে যোনি প্রসারিত হবার এই দাবির কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানান বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ রওশন আরা বেগম।

তিনি বলেন, বারবার যৌন সম্পর্কের সঙ্গে নারীর যোনি প্রসারিত হবার কোন সম্পর্ক নেই। তবে যোনি প্রসারিত হবার সঙ্গে যৌন সম্পর্কের কোন ভূমিকা না থাকলেও কিছু কারণে যোনি প্রসারিত হতে পারে বলে জানান তিনি।

শরীরের অন্যান্য স্থিতিস্থাপক টিস্যুগুলোর মতোই যখন প্রয়োজন যোনি প্রসারিত হয় এবং পরে তা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে।

যৌন সম্পর্কে মিলনের সময় যোনির পেশীগুলি শিথিল হয় এবং এটি সঙ্গমকে আনন্দময় করে। আর যৌন মিলনের সময়, আগে এবং পরে যোনি সাময়িকভাবে বেশি প্রসারিত হয়।

বারবার যৌন সম্পর্ক গড়ার সঙ্গে যোনি প্রসারিত হবার কোন সম্পর্ক না থাকলেও আলাদা কিছু কারণে প্রসারিত হতে পারে।

সন্তান গর্ভে থাকা অবস্থায় এবং যোনিপথে জন্মদানের সময় মেয়েদের যোনি প্রসারিত হয়।

যোনি প্রসারিত হবার আরেকটি কারণ নারীদের বয়স।

মূলত ৪০’র পর নারীরা এই ধরনের সমস্যার সম্মুখীন হন।

এছাড়া হরমোনাল কারণেও যোনি প্রসারিত হতে পারে।

“এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এন্ড এন্ড্রোজেন নামক হরমোনের কারণে নারীদের পেলভিক দেয়াল শক্তিশালী হয়কোন কারণে এই হরমোনগুলোর প্রভাব যদি কমে যায় তাহলে পেলভিক দেয়াল দুর্বল হয়ে যোনি প্রসারিত হয়ে যায়,

Comments